ঘরের সাজসজ্জায় আপনার দেয়ালে জায়গা করে নিতে পারে নানান ঢংয়ের, অভিজাত আর মনোমুগ্ধকর কিছু পেইন্টিংস
Share
শহুরে জীবন যেন চার দেয়ালের গল্প। বাসার কংক্রিটের দেয়ালগুলো আমাদের হাজারো সুখ-দুঃখ, হাসি-কান্নার সাক্ষী হয়। দেয়াল জুড়ে যেন প্রতিনিয়ত আমাদের জীবনের গল্পগুলোই প্রতিচ্ছবি হয়। আমাদের পছন্দেরা স্থান পায়। তাইতো এই দেয়ালগুলোকে আমরা চেষ্টা করি নানান উপকরণ দিয়ে নানাভাবে রাঙিয়ে তুলতে। যাতে সেগুলো আমাদের জীবনের গল্পে রঙ ছড়ায়।

আপনার ঘরের দেয়াল সজ্জায় সঠিক পছন্দ হতে পারে চিত্রকর্ম। বিখ্যাত চিত্রশিল্পী ফ্রিদা কাহলো বলেছিলেন, আমি ফুলের চিত্র আঁকি, তাই তারা কখনো মরে যাবে না। চিত্রকর্মের ব্যাপারটা ঠিক তা-ই। শিল্পীর তুলির আচঁড়ে যে রঙের খেলা শুরু হয় তা প্রাণবন্ত থাকে যুগ যুগ ধরে। চিত্রকর্মে থাকা প্রাণ আপনার ঘরেও প্রাণের সঞ্চার করে। তাই গৃহসজ্জা প্রাণবন্ত করতে চিত্রকর্মের জুড়ি নেই।
গৃহসজ্জায় সাধারণত যে বিষয়গুলো নজর দেয়া হয় তার মধ্যে অন্যতম হলো ফোকাল পয়েন্ট বা কেন্দ্রবিন্দু। কেন্দ্রবিন্দু বলতে বোঝানো হয় ঘরের এমন একটা পয়েন্ট যেখানে এসে যে কারো চোখ আটকে যাবে। চিত্রকর্ম হতে পারে আপনার সেই কেন্দ্রবিন্দু।
গৃহসজ্জায় সাধারণত যে বিষয়গুলো নজর দেয়া হয় তার মধ্যে অন্যতম হলো ফোকাল পয়েন্ট বা কেন্দ্রবিন্দু। কেন্দ্রবিন্দু বলতে বোঝানো হয় ঘরের এমন একটা পয়েন্ট যেখানে এসে যে কারো চোখ আটকে যাবে। চিত্রকর্ম হতে পারে আপনার সেই কেন্দ্রবিন্দু।


আপনার পছন্দের চিত্রকর্ম আপনার অনুভূতির আর দৃষ্টিভঙ্গিরই প্রতিচ্ছবি। ড্রয়িং রুমের সাজসজ্জায় তাই প্রাধান্য দিতে পারেন পছন্দের পেইন্টিংস। আপনার পছন্দের পেইন্টিংস, সেগুলোতে আপনারই পছন্দের সব রংয়ের খেলা, ব্যাপারটা মন্দ হয় না।
বর্তমানে পেইন্টিং পাওয়া যায় বিভিন্ন আকারের। হালের ফ্যাশনের সাথে যেগুলো সহজেই মানিয়ে যায়। পেইন্টিংয়েও এসেছে বেশ ভিন্নতা। ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট শুধু নয়, আজকাল পেইন্টিং মানে হচ্ছে শিল্পীর মুক্ত চিন্তার প্রতিচ্ছবি। নিজেদের ভাবনাগুলো বাস্তবায়ন করা ছাড়াও বেইজ কালারগুলো নিয়ে শিল্পীরা করছে অসাধারণ সব পরিকল্পনা। সে পরিকল্পনার বাস্তবায়ন দেখতে পাওয়া যায় তাদের রংয়ের খেলায়। তাই পেইন্টিং ধরণেও এসেছে নান্দনিকতা, বিমূর্তভাব। সৌন্দর্য্যের সাথে সাথে তাই ঘরের আভিজাত্যও সহজেই বাড়িয়ে তুলবে আপনার দেয়ালের অসাধারণ সব পেইন্টিংস।

চিত্রকর্ম মানুষের মস্তিষ্কের সক্ষমতা বিকাশে বেশ সহায়ক। অসাধারণ সব চিত্র, তাতে নানান রংয়ের খেলা আমাদের ভাবতে শেখায়। ধারণা করা হয় যে চিত্রকর্ম মানুষের মস্তিষ্কের চেতনাশক্তি বৃদ্ধি করে। যার ফলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, স্মৃতি হারানোর সম্ভাবনা কমে যায়। মোট কথা, চিত্রকর্ম আমাদের মস্তিষ্ককে আরো সচল করে তোলে যার ফলে আমাদের জ্ঞানচর্চা করার ক্ষমতা আরও উন্নত হয়।
তাই ঘরের সাজসজ্জায় আপনার দেয়ালে জায়গা করে নিতে পারে নানান ঢংয়ের, অভিজাত আর মনোমুগ্ধকর কিছু পেইন্টিংস। P2P তে পেয়ে যাবেন আপনার পছন্দমতো, ঘরের দেয়ালের সাথে মানানসই বিভিন্ন রকমের পেইন্টিং। ঘরের দেয়ালে থাকুক রংয়ের খেলা। আপনার গৃহসজ্জার সব উপকরণ নিয়ে P2P আছে আপনার পাশে।
বর্তমানে পেইন্টিং পাওয়া যায় বিভিন্ন আকারের। হালের ফ্যাশনের সাথে যেগুলো সহজেই মানিয়ে যায়। পেইন্টিংয়েও এসেছে বেশ ভিন্নতা। ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট শুধু নয়, আজকাল পেইন্টিং মানে হচ্ছে শিল্পীর মুক্ত চিন্তার প্রতিচ্ছবি। নিজেদের ভাবনাগুলো বাস্তবায়ন করা ছাড়াও বেইজ কালারগুলো নিয়ে শিল্পীরা করছে অসাধারণ সব পরিকল্পনা। সে পরিকল্পনার বাস্তবায়ন দেখতে পাওয়া যায় তাদের রংয়ের খেলায়। তাই পেইন্টিং ধরণেও এসেছে নান্দনিকতা, বিমূর্তভাব। সৌন্দর্য্যের সাথে সাথে তাই ঘরের আভিজাত্যও সহজেই বাড়িয়ে তুলবে আপনার দেয়ালের অসাধারণ সব পেইন্টিংস।

চিত্রকর্ম মানুষের মস্তিষ্কের সক্ষমতা বিকাশে বেশ সহায়ক। অসাধারণ সব চিত্র, তাতে নানান রংয়ের খেলা আমাদের ভাবতে শেখায়। ধারণা করা হয় যে চিত্রকর্ম মানুষের মস্তিষ্কের চেতনাশক্তি বৃদ্ধি করে। যার ফলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, স্মৃতি হারানোর সম্ভাবনা কমে যায়। মোট কথা, চিত্রকর্ম আমাদের মস্তিষ্ককে আরো সচল করে তোলে যার ফলে আমাদের জ্ঞানচর্চা করার ক্ষমতা আরও উন্নত হয়।
তাই ঘরের সাজসজ্জায় আপনার দেয়ালে জায়গা করে নিতে পারে নানান ঢংয়ের, অভিজাত আর মনোমুগ্ধকর কিছু পেইন্টিংস। P2P তে পেয়ে যাবেন আপনার পছন্দমতো, ঘরের দেয়ালের সাথে মানানসই বিভিন্ন রকমের পেইন্টিং। ঘরের দেয়ালে থাকুক রংয়ের খেলা। আপনার গৃহসজ্জার সব উপকরণ নিয়ে P2P আছে আপনার পাশে।