লিভিং রুমে ঐতিহ্যের ছোঁয়া: সোফা সাজানোর ৭টি আইডিয়া

লিভিং রুমে ঐতিহ্যের ছোঁয়া: সোফা সাজানোর ৭টি আইডিয়া

অতিথি আসুক বা পরিবারের সাথে আড্ডা- যেকোনো ক্ষেত্রেই সময় কাটাতে লিভিংরুমই মানুষের সবচেয়ে প্রিয় জায়গা। যার যার পছন্দে একেক বাসায় লিভিংরুম সাজানো হয় একেক ভাবে। এক্ষেত্রে সোফা একটা কমন ফার্নিচার। কিন্তু পছন্দভেদে তা ভিন্নতা আনে ঘরের নান্দনিকতায়। আধুনিক লিভিংরুমগুলো সোফা দিয়ে এখন একটু ভিন্ন ভাবেই সাজাতে পছন্দ করছে বেশিরভাগ মানুষ।

১. কার্পেটের সঙ্গে সোফা

সোফার নিচে বিছিয়ে দিন ঐতিহ্যবাহী কার্পেট। উলের, জুটের বা কটনের কার্পেট সোফাকে দেবে আলাদা মর্যাদা আর ঘরে আনবে উষ্ণতা।

২. হাতে বানানো কুশন কাভার

ফুলকারি, আয়নার কাজ বা এমব্রয়ডারি করা কুশন কাভার—সোফার গায়ে রাখলেই ঘর হবে রঙিন আর প্রাণবন্ত।

৩. কাঠের ফ্রেমের সোফা

অ্যান্টিক কাঠের ফ্রেমের সোফা লিভিং রুমে আনলে এক ধাক্কায় বদলে যাবে ঘরের আমেজ। এতে ঘর হয়ে উঠবে ঐতিহ্যের প্রতীক।

৪. প্যাচওয়ার্ক থ্রো

সোফার ওপর ফেলে দিন রঙিন প্যাচওয়ার্ক থ্রো। এই ছোট্ট অ্যাকসেসরিটাই ঘরে আনবে উৎসব উৎসব ভাব।

৫. দেশীয় হস্তশিল্পের শোপিস

সোফার কর্নার টেবিলে রাখুন মাটির প্রদীপ, বাঁশের ল্যাম্প বা ছোট্ট লোকশিল্পের পিস। সোফার সাজ সম্পূর্ণ হবে সহজেই।

৬. ফেব্রিকের খেলা

প্রিন্টেড বা ব্লক প্রিন্টেড ফ্যাব্রিক দিয়ে সোফা কাভার করলেই লিভিং রুমে আসবে নতুন মাত্রা। এক্ষেত্রে বেছে নিতে পারেন গাঢ় আর উষ্ণ রঙ ।

৭. বুকশেলফের আভিজাত্য

সোফার পাশে কাঠের বুকশেলফ রাখলে ঘর লাগবে আরও ট্রেন্ডি ও স্মার্ট। বই আর সোফা—দুটো মিলে তৈরি করবে অভিজাত রুচিশীলতার পরিচয়।

সব কথার শেষ কথা

সোফা শুধু বসার জায়গা নয়, লিভিং রুমের কেন্দ্রবিন্দু। তাই সোফার সাজেই ফুটে উঠুক আপনার রুচি ও পরিবারের ঐতিহ্যের গল্প।

লিভিংরুমকে আরও আকর্ষণীয় ও স্টাইলিশ করে তুলতে এখনই দেখে নিন আমাদের সোফা সেট কালেকশন। সরাসরি কথা বলতে চাইলে কল করুন ০১৭০৯৬৬৫০৪৬ এই নাম্বারে। আর যদি নিজে এসে আমাদের ফার্নিচার কাছ থেকে দেখতে চান, তাহলে ভিজিট করুন আমাদের শোরুম–এ।

 

Back to blog