
বেডরুমে বেড সেটআপ: আরামের ঘর, শান্তির ঠিকানা
Share
দিনশেষে আমরা সবাই ফিরে আসি এক জায়গায়—আমাদের বেডরুমে। ঘরের এই কোণটাই হয় বিশ্রামের, স্বপ্নের আর নির্ভরতার জায়গা। তাই এখানে বিছানার সেটআপ কেবল ফার্নিচার সাজানো নয়, বরং জীবনের ছন্দে একটু প্রশান্তি জোগানোর কাজ।
আকারে মানানসই
ঘর ছোট হলে ভারী বিছানা নয়—হালকা ফ্রেম, নিচে স্টোরেজওয়ালা বেড বেছে নিতে পারেন। বড় রুমে অবশ্য কিং বা কুইন সাইজ বেডই বেশি মানাবে।
হেডবোর্ডে ব্যক্তিত্ব
বিছানার হেডবোর্ডে কাপড়ের কভার, কাঠের ফিনিশ বা কুশন-প্যানেল—সবই ভিন্ন একরকমের বৈচিত্র্য আনে। আপনি যদি পড়তে পছন্দ করেন, তবে বই রাখার জায়গাসহ হেডবোর্ড নিতে পারেন।
রঙে শান্তি, আলোয় উষ্ণতা
বেডশিটে নরম টোন যেমন সাদা, হালকা নীল, অফ-হোয়াইট—এগুলো ঘরের পাশাপাশি মনেও শান্তি এনে দেয়। আর বিছানার পাশে হালকা একটা টেবিল ল্যাম্প রাখলেই তৈরি হয়ে যায় নিজস্ব এক অরা।
ব্যক্তিগত ছোঁয়া
পছন্দের ডিজাইনের বেডের পাশাপাশি প্রিয় ছবির ফ্রেম, ছোট গাছ বা প্রিয় কোনো বইয়ের শেলফ—এই ছোট্ট বিষয়গুলোই আপনার বেডরুমকে করে তোলে সম্পূর্ণ নিজস্ব।
বিছানার যত্ন
বেডের তোষক ও ম্যাট্রেস নিয়মিত রোদে দিয়ে নিন, বিছানার কাঠ পরিষ্কার রাখুন। এতে শুধু ফার্নিচার নয়, আপনার রাতের ঘুমও হবে নিশ্চিন্তে।
সব শেষে
বেডরুমে বিছানার সেটআপ মানে শুধু সাজসজ্জা নয়—এটা আপনার বিশ্রামের জায়গা, প্রতিদিনের স্বপ্ন শুরু আর শেষের জায়গা। তাই সঠিক ডিজাইনের বেডের সাথে যত্ন নিয়ে ঘর সাজালে ঘরের প্রতিটা দিনই হয়ে উঠবে একদম মনের মতো।
আরামদায়ক ও স্টাইলিশ শোবার ঘর সাজাতে এখনই দেখে নিন আমাদের বেড কালেকশন। সরাসরি কথা বলতে চাইলে কল করুন ০১৭০৯৬৬৫০৪৬ এই নাম্বারে। আর আমাদের ফার্নিচার কাছ থেকে দেখতে চাইলে স্বাগতম আমাদের শোরুমে।